শনিবার, ১০ জুলাই, ২০১০

সাতক্ষীরা জেলার উপজেলা সমুহ

  • আশাশুনি
  • শ্যামনগর
  • কালীগঞ্জ
  • কলারোয়া
  • দেবহাটা
  • সাতক্ষীরা (সদর)
  • তালা
  • পাটকেলঘাটা
ছন্দে মিলিয়ে: আশা, শ্যাম, কালী, কলা, দেব, সাত, তালা এবং পাটকেলঘাটা।

পরিচিতি

১. প্রশাসিনিক বিভাগ : খুলনা
২. আয়তন (বর্গ কিমি) : ৩,৫৮৫।
৩. জনসংখ্যা : মোট: ১৮,৪৩,১৯৮। পুরুষ: ৫০.৫৪%। মহিলা: ৪৯.৪৬%।
৪. শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : বিশ্ববিদ্যালয়: ০০। কলেজ: ৩৯। মাধ্যমিক বিদ্যালয়: ২২১। মাদ্রাসা: ২৫৯।
৫. শিক্ষার হার : ৩০.৩%।
৬. বিশিষ্ট ব্যাক্তিত্ব : খানবাহাদুর আহছানউল্লাহ (র:)।
৭. প্রধান শস্য : ধান, পাট, আঁখ।
৮. রপ্তানী পণ্য : চিংড়ি, ধান, পাট, আঁখ, আলু।

ভৌগলিক সীমানা

সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

সাতক্ষীরা জেলার ম্যাপ


সাতক্ষীরা জেলার অবস্থান

সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।