ঘূর্ণিঝড় আইলা

ঘূর্ণিঝড় আইলা হলো ২০০৯ খ্রিষ্টাব্দের ২৫ মে তারিখে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড়।

নামকরণ 

ঘূর্ণিঝড় আইলা'র নামকরণ করেন মালদ্বীপেরজাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের  আবহাওয়াবিদরা। 'আইলা' শব্দের অর্থ ডলফিন বা শুশুকজাতীয় জলচর প্রাণী। নামটি এই ঘূর্ণিঝড়ের জন্য নির্ধারণ করেন আবহাওয়াবিদদের সংস্থা 'ইউএন এস্কেপ'-এর (UN Escape) বিজ্ঞানীরা।[২]

 

আইলা'র বিবরণ

২৫ মে ২০০৯ তারিখে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় আইলার। এর ব্যাস ছিলো প্রায় ৩০০ কিলোমিটার, যা ঘূর্ণিঝড় সিডরের থেকে ৫০ কিলোমিটার বেশি। সিডরের মতোই আইলা প্রায় ১০ ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে, তবে পরে বাতাসের বেগ ৮০-১০০ কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি, সিডরের তুলনায় তুলনামূলক কম হয়েছে।[২]

ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় আইলা পটুয়াখালি, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, খুলনাসাতক্ষীরা জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।[২] আইলার প্রভাবে নিঝুম দ্বীপ এলাকার সকল পুকুরের পানিও লবণাক্ত হয়ে পড়েছে।